সারা দেশের মতো উত্তরের জেলা নাটোরেও অতি তীব্র তাপপ্রবাহে জনজীবনে অস্বস্তি নেমে আসে। দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হলেও দেখা মিলছিল না নাটোরে। অবশেষে নাটোরে মুষলধারে বৃষ্টি নেমেছে। এতে করে তাপমাত্রা কমায় জনজীবনে ফিরেছে স্বস্তি।

মঙ্গলবার (৭ মে) দিবাগত রাত দেড়টার দিকে নাটোর সদরে ঠান্ডা হাওয়ার সঙ্গে মুষলধারে বৃষ্টি পড়তে শুরু করে। সংবাদ লিখা পর্যন্ত জেলার আরও কয়েকটি উপজেলাতে বৃষ্টির খবর পাওয়া গেছে।

বৃষ্টি শুরু হওয়ার পর থেকে অনেকেই স্বস্তির কথা প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন। 

মুসা আলি আকন্দ নামের একজন ফেসবুকে লেখেন, ‘শান্তির বৃষ্টি হচ্ছে আলহামদুলিল্লাহ, যেভাবে বৃষ্টি হচ্ছে, তাতে আজ আর থামবে না মনে হয়।’

প্রসঙ্গত, পার্শ্ববর্তী ঈশ্বরদী আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, এ বছর নাটোরের সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

গোলাম রাব্বানী/কেএ