খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার (২৮ এপ্রিল) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

তারা হলেন নমিতা মন্ডল (৭০), আব্দুল আজিজ (৫২) ও ইমারত শিকদার (৮৫)। এ নিয়ে খুলনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২২৬ জনের মৃত্যু হয়েছে।

খুমেক হাসপাতালের করোনা ইউনিট সূত্রে জানা যায়, বুধবার রাত ১১টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাগুরার আড়পাড়া এলাকার আজিবর শিকদারের ছেলে ইমারত শিকদারের মৃত্যু হয়।

এর আগে দুপুর ২টা ২০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল আজিজের মৃত্যু হয়। তিনি যশোরের শার্শা উপজেলার ইছাপুর এলাকার আকবাদ আলীর ছেলে। ২০ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি।

একই দিন দুপুরে করোনায় আক্রান্ত হয়ে নমিতা মন্ডলের মৃত্যু হয়। তিনি খুলনার পাইকগাছা উপজেলার দক্ষিণ কুলখালী এলাকার সুধীর মন্ডলের স্ত্রী।

এদিকে খুমেকের পিসিআর ল্যাবে নতুন করে ৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। বুধবার রাতে পিসিআর ল্যাবে ১৮৮ জনের করোনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪১ জনের করোনা পজিটিভ এসেছে। যার মধ্যে খুলনা মহানগরী ও জেলার ৩৯ জন রয়েছেন। এছাড়া যশোরের একজন ও গোপালগঞ্জের একজন রয়েছেন।

মোহাম্মদ মিলন/এএম/ওএফ