পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বজ্রপাতে দুই গাভির মৃত্যু হয়েছে। এ সময় গোয়ালঘরে থাকা ৪ থেকে ৫টি মুরগিও মারা গেছে।

বৃহস্পতিবার (৯ মে) বিকেলে উপজেলার দেবনগড় ইউনিয়নের মাঝগ্রামের কৃষক সব্রাতুর (৬০) বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, টানা দাবদাহের পর পঞ্চগড় জেলায় বিচ্ছিন্নভাবে দেখা দিয়েছে বৃষ্টিপাত। এর মাঝে আকাশে গর্জনের সঙ্গে বজ্রবৃষ্টি শুরু হলে সব্রাতুর বাড়ির গোয়ালঘরে বজ্রপাত হলে দুইটি গাভিসহ মুরগিগুলো মারা যায়।

দেবনগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সলেমান আলী ঢাকা পোস্টকে জানান, বৃষ্টিপাতের সময় বজ্রপাতে কৃষক সব্রাতুর বেশ ক্ষতি হয়েছে। তার দুটি গাভি ও ৫/৬টি মুরগি মারা গেছে। গাভি দুটির দাম বর্তমান বাজারে ১ লাখ ৬০ হাজার টাকা হতে পারে। তার পাশে সহযোগিতা নিয়ে দাঁড়ানো প্রয়োজন।

এসকে দোয়েল/এমজেইউ