খামারির স্বপ্ন ডুবলো বৃষ্টির পানিতে
‘গত দেড় মাস আগেও খামারে ভাইরাস আক্রান্ত হয়েছিল। এতে প্রায় দেড় লাখ টাকার লোকসান হয়েছে। ওই লোকসান পুষিয়ে নেবার জন্য এখন আবার তিন দিন আগে কয়েক লাখ টাকার মুরগি শেডে এনেছি। তার মধ্যে আজ তিন হাজার মুরগি মারা গেল’ এভাবেই দুঃখ প্রকাশ করে কথাগুলো বলছিলেন খামারের মালিক নুরুল আলম।
শনিবার (১১ মে) সকালে সাভারের আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের নোরিঙ্গারটেক এলাকায় অভি পোল্ট্রি নামে একটি মুরগির খামারে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
খামারের মালিক নুরুল আলম ঢাকা পোস্টকে বলেন, আমাদের মুরগির শেড রয়েছে দুটি। তার মধ্যে একটি শেডে তিন হাজার মুরগি ছিল। সকালে হঠাৎ প্রচণ্ড বাতাস ও বৃষ্টিতে ওই শেডের চাল উড়ে যায়। এতে শেডের ভেতরে বৃষ্টির পানি প্রবেশ করে। ওই সময় অনেক চেষ্টা করে ৭০-৮০টি মুরগি বাঁচাতে পেরেছি। তবে শেডে থাকা প্রায় তিন হাজার মুরগি মারা গেছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি আরো বলেন, এর আগে ভাইরাসে লোকসান হয়েছে দেড় লাখ টাকা। এখন আবার বৃষ্টির পানিতে আমার চালান শেষ করে দিয়েছে। বৃষ্টির পানিতে খামারের প্রায় ৫ লাখ টাকা ক্ষতি হয়েছে।
এমএসএ