ধামরাইয়ে হেলে পড়েছে ভবন, আতঙ্কে বাসিন্দারা
ঢাকার ধামরাইয়ে চার তলাবিশিষ্ট একটি ভবন হেলে পড়েছে পাশের আরেকটি ভবনে। একই সঙ্গে হেলে পড়া ভবনটির দ্বিতীয় তলায় দেখা দিয়েছে ফাটল। এতে চরম আতঙ্কে রয়েছেন ওই এলাকার বাসিন্দা।
শনিবার (১১ মে) বিকেলে ধামরাই পৌর এলাকার ঢুলিভিটা মহল্লায় ধানসিঁড়ি এলাকায় স্থানীয়রা ভবন হেলে পড়ার দৃশ্য দেখে ফায়ার সার্ভিস ও মেয়রকে জানান।
বিজ্ঞাপন
স্থানীয়রা জানান,বিকেলে হঠাৎ জিয়াউর রহমানের চার তলা ভবন পাশের একটি ছয় তলা ভবনের ওপরে হেলে থাকতে দেখা যায়। পরে হেলে পড়া ভবনের দ্বিতীয় তলায় একটি ফাটলের চিহ্ন দেখা যায়। এসময় এলাকাবাসী ফায়ার সার্ভিস ও স্থানীয় মেয়রকে বিষয়টি অবহিত করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ছয় তলা ভবনের মালিক শামসুল হক ঢাকা পোস্টকে বলেন,আমাদের ভবনের ওপর চারতলা একটি ভবন হেলে পড়েছে। ফায়ার সার্ভিস ওই ভবনকে ঝুঁকিপূর্ণ বলে ঘোষণা করেছে।
ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার সোহেল রানা জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। চার তলা ভবনটি হেলে পড়েছে। একই সাথে ফাটলের চিহ্ন পাওয়া গেছে।
ধামরাই পৌর মেয়র আলহাজ গোলাম কবির ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। বাড়ি দুইটিকে প্রাথমিকভাবে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। বাড়ি দুটিতে বসবাসরত মানুষদের অন্য স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এসকেডি