এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় ঠাকুরগাঁও‌য়ের হ‌রিপুর উপজেলায় দুই শিক্ষার্থী আত্মহত্যা করেছে। ‌সোমবার  হ‌রিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের লুকানী গ্রাম  থে‌কে তাপস চন্দ্র (১৫) না‌মে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার ক‌রে পু‌লিশ।

প‌রিবা‌রের লোকজন জানিয়েছে,রোববার এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর তাপস ইন্টারনেটে তার ফলাফল দেখে হতাশ হয়। পরে প‌রিবা‌রের স‌ঙ্গে‌ রা‌তের খাবার খে‌য়ে নি‌জের ক‌ক্ষে চ‌লে যায়। প‌রে  সকা‌লে ডাকাডা‌কির প‌রেও না উঠায় দরজা ভে‌ঙ্গে প‌রিবা‌রের লোকজন তাপ‌সের ঝ‌ুলন্ত মর‌দেহ দেখ‌তে পায়।

তাপসের বাবা অমীন্দ্র চন্দ্র ব‌লেন, ঘ‌রের আঁড়ার সঙ্গে তার মা‌য়ের ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে তাপস। সে স্থানীয় যাদুরাণী উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের শিক্ষার্থী ছিল ব‌লে জানান অমীন্দ্র।

‌এদিকে গত রোববার রোববার  দুপুরে এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর ফেল করায় একই উপজেলা কামারপুকুর গ্রামে মিতু আক্তার (১৫) নামের আরও এক শিক্ষার্থী আত্মহত্যা করে।

মিতুর বাবা মুসা আলী বলেন, মিতু এবার কামার পুকুর মডেল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে। গতকাল ফল প্রকাশিত দিন এসএসসিতে অকৃতকার্য হয় সে। এতে মানসিকভাবে ভেঙ্গে পড়ে  । পরে দুপরে কোনো এক সময় ঘরের দরজা বন্ধ করে ওড়না পেচিয়ে আত্মহননের পথ বেছে নেয়।

হরিপুর থানার ওসি আব্দুল লতিফ শেখ বলেন,  খবর পাওয়ার ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে দু‌টি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

প্রতিনিধি/ এসএমডব্লিউ