দুর্বৃত্তদের আগুনে পুড়ল ভাঙারি দোকানের প্লাস্টিকের স্তূপ
ফেনীতে ভাঙারি দোকানের সামনে বিক্রির জন্য স্তূপ করে রাখা প্লাস্টিক ও রাবার জাতীয় মালামালে অগ্নিকাণ্ড ঘটেছে। মঙ্গলবার (১৪ মে) দিবাগত রাত ১টার দিকে শহরের কলাবাগান এলাকার একাডেমি সড়কের মাহবুব মিয়ার ভাঙারি দোকানের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১টার দিকে ভাঙারি দোকানের সামনে প্লাস্টিক-রাবার জাতীয় পুরোনো মালামালের স্তূপে আগুন দেখতে পান কয়েকজন পথচারী। তাৎক্ষণিক তারা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফেনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এসময় পাশের বৈদ্যুতিক খুঁটির অনেকগুলো তার আগুনে পুড়ে যায়।
বিজ্ঞাপন
সাহাব উদ্দিন নামে এক পথচারী বলেন, রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ আগুন দেখতে পাই। প্রথমে ভেবেছিলাম কেউ ময়লা পোড়ানোর জন্য আগুন দিয়েছে। পরে আগুন বাড়তে থাকায় ফায়ার সার্ভিসকে কল করি।
ভাঙারি দোকানের মালিক মাহবুব বলেন, পুরোনো জুতা ও কিছু প্লাস্টিকের বোতল জাতীয় জিনিস বিক্রি করার জন্য স্তূপ করে রেখেছিলাম। বিক্রির জন্য একটি পক্ষের সঙ্গে কথাও বলে রেখেছি। মঙ্গলবার রাত ৯টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে গিয়েছি। হঠাৎ পরিচিত একজন কল করে আগুনের খবর জানান। স্তূপ করে রাখা মালামাল সব পুড়ে গেছে।
বিজ্ঞাপন
ফেনী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মজিদ বলেন, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে এনেছি। দোকান মালিক ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য থেকে ধারণা করছি, ভাঙারি দোকানের পুরোনো জুতো ও প্লাস্টিক জাতীয় স্তূপে কেউ আগুন লাগিয়ে দিয়েছে। আগুনে আশেপাশের কয়েকটি বৈদ্যুতিক তার জ্বলে গেছে।
ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিমকে পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।
তারেক চৌধুরী/পিএইচ