মরদেহ দেখতে স্থানীয়দের ভিড়

মানিকগঞ্জের সিংগাইরে প্যারালাইজড বাবা সেলিম হোসেন খোকনকে (৫০) টিউবওয়েলের হাতল দিয়ে পিটিয়ে হত্যা করেছেন তার ছেলে কাউছার হেসেন (২২)। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার জামির্ত্তা ইউনিয়নের চন্দনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, সেলিম হোসেন খোকন গত সাত মাস ধরে প্যারালাইজড হয়ে বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন। তিনি পেশায় একজন গাড়িচালক। তার ছেলে কাউছার পেশায় একজন মিস্ত্রি। তবে তিনি মাদকাসক্ত ছিলেন। এ নিয়ে বাবা-ছেলের মধ্যে প্রায়ই ঝগড়া ও কথা কাটাকাটি হতো।  

সিংগাইর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন ঢাকা পোস্টকে বলেন, পারিবারিক কলহের জেরে ছেলে কাউছার তার বাবা খোকনকে টিউবওয়েলের হাতল দিয়ে মাথায় আঘাত করেন। পরে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যান খোকন। 

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে কাউছার পলাতক রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।

সোহেল হোসেন/আরএআর/জেএস