মানিকগঞ্জে ৫ হাজার দরিদ্র পরিবারের মাঝে আর্থিক সহায়তা

পবিত্র রমজান উপলক্ষে মানিকগঞ্জ সদর উপজেলার ৫ হাজার দরিদ্র পরিবারের মাঝে ৫০০ টাকা করে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বেলা ১১টার দিকে গড়পাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে এক অনুষ্ঠানে পরিবারের সদস্যের হাতে এই টাকা তুলে দেন জেলা প্রশাসক এসএম ফেরদৌস।

এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ ইকবাল হোসেন, গড়পাড়া ইউপি চেয়ারম্যান আফসার উদ্দিন সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ‍উপস্থিত ছিলেন।

সদর উপজেলা অফিস সূত্রে জানা যায়, মানিকগঞ্জ সদরের ১০ ইউনিয়নে ৫ হাজার দরিদ্র পরিবার ৫০০ টাকা করে প্রধানমন্ত্রীর এই আর্থিক সহায়তা পাবে। প্রতিটি ইউনিয়নের ৫০০ পরিবার সহায়তা পাবে। প্রত্যেক ইউনিয়নে ২ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

এ ছাড়া ১৯ হাজার ২৪টি ভিজিএফ কার্ড বরাদ্দ পাওয়া গেছে। প্রত্যেক ভিজিএফ কার্ডধারী দরিদ্র পরিবারের মাঝে ৪৫০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। 

গড়পাড়া ইউনিয়নের বাসিন্দা শাজাহান মিয়া ঢাকা পোস্টকে বলেন, ‌‘করোনার কারণে কাম-কাজ নাই। বাড়িতে অলস সময় কাটাতে হচ্ছে। এই মহামারির সময়ে প্রধানমন্ত্রীর এই মানবিক সহায়তা আমাগো অনেক উপকার হলো।’

মমতাজ বেগম নামের আরেক বাসিন্দা বলেন, ‍‘দিনমুজুরের কাজ করে এখন চলাই মুশকিল। এরমধ্যে লকডাউন চলতাছে। আইজকা এই ৫০০ টাকা পাইয়া আমার ভালো হইল।’

সুবিধাভোগী পারভনি আক্তার বলেন, ‘অন্যের বাড়িতে কাজ করে আমার সংসার চলে। পরিবারের চাহিদা মেটাতে স্বামীর পাশাপাশি কাজ করি। করোনার কারণে অনেক দিন কাজ বন্ধ। এই সময় প্রধানমন্ত্রীর এই সহায়তায় তিন দিনের বাজারের খরচ হয়ে গেল।’ 

জেলা প্রশাসক এস এম ফেরদৌস বলেন, ঈদুল ফিতর উপলক্ষে সারাদেশে দরিদ্র পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হবে। এর ধারাবাহিকতায় মানিকগঞ্জেও এই সহায়তা প্রদান করা হয়।

সোহেল হোসেন/এমএসআর