‘পিডাইয়া লম্বা করে দাও’ বক্তব্যের জেরে গোলাম সারওয়ারকে শোকজ
‘উপরের নির্দেশ, পিডাইয়া লম্বা করে দাও’ বক্তব্যের জেরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যানপ্রার্থী ও সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের ছোট ভাই গোলাম সারওয়ারকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৬ মে) রাতে রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে নোটিশ প্রদান করেন।
বিজ্ঞাপন
গোলাম সারওয়ার সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তিনি টানা তিনবার উপজেলা চেয়ারম্যান পদে আছেন।
নোটিশে বলা হয়, আপনি জনাব মো. গোলাম সারওয়ার, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বৈধভাবে মনোনীত প্রার্থী। ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ (২য় পর্যায়) উপলক্ষ্যে গত ১৪ মে মঙ্গলবার রাতে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর বাজারে এক নির্বাচনী পথসভায় আপনার এক বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। উক্ত ১০ মিনিট ৬ সেকেন্ডের বক্তব্যের মধ্যে ‘উপরের নির্দেশ আছে, পিটাইয়া লম্বা করে দাও’ এমন বক্তব্য রেখেছেন মর্মে সংবাদ প্রকাশিত হয়েছে। যা উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ এর ১৮(ক) এর সুষ্পষ্ট লঙ্ঘন।
বিজ্ঞাপন
একই বিষয়ে জনাব মো. আবদুল হাই বাবলু, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বৈধভাবে মনোনীত প্রার্থী ২৬/০৫/২০১৪ তারিখে লিখিত অভিযোগ দাখিল করেন। এমতাবস্থায়, উপজেলা পরিষদ নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০১৩ এর বিধি (২২) এবং উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ অনুযায়ী কেন আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, এ বিষয়ে পত্র প্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর জন্য অনুরোধ করা হলো।
বিষয়টি নিশ্চিত করে রিটার্নিং কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া বলেন, সদর দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাই বাবলুর অভিযোগ এবং প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে মন্তব্য জানতে গোলাম সারওয়ারের মোবাইল ফোনে বেশ কয়েকবার ফোন করা হলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
প্রসঙ্গত, গত ১৪ মে রাতে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর বাজারে কাপ-পিরিচ প্রতীকের নির্বাচনী পথসভায় বক্তব্য দেওয়ার সময় কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহারের হস্তক্ষেপের কথা উল্লেখ করেন গোলাম সারওয়ার। এ সময় তিনি দীর্ঘ বক্তব্যে তার নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, যারা তাদের সহযোগিতা করে আগে তাদের পিডাইয়া লম্বা করেন। একদম সোজা করে পিডান। এটা আমাদের বহু উপরের নির্দেশ, এটা অনেক উপরে আলোচনা হইছে।
আরিফ আজগর/এমজেইউ