খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল

খুলনায় মাত্র আড়াই ঘণ্টার ব্যবধানে করোনায় আক্রান্ত তিনজন রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুর ১টা ৫৫ মিনিট থেকে সোয়া ৪টার মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

মৃতরা হলেন ভোলা স্বোম (৬৫), শেখ আব্দুর সাত্তার (৮০) ও হোসনেয়ারা বেগম (৫৫)। এ নিয়ে খুমেক হাসপাতালে ২২৯ জনের মৃত্যু হয়েছে।

করোনা ইউনিট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টার দিকে হাসপাতালে বাগেরহাটের ফকিরহাট উপজেলার নওয়াপাড়া টাউন এলাকার দূর্গা স্বোমের ছেলে ভোলা স্বোম (৬০) মারা যান। তিনি ২৭ এপ্রিল করোনা আক্রান্ত অবস্থায় হাসপাতালে ভর্তি হন।

একই ইউনিটে বিকেল পৌনে ৪টার দিকে বাগেরহাট সদরের দড়িতালুক এলাকার শেখ জোহর উদ্দীনের ছেলে শেখ আব্দুর সাত্তারের (৮০) মৃত্যু হয়। তিনি ২২ এপ্রিল ভর্তি হন।

এর আগে দুপুর ১টা ৫৫ মিনিটে করোনা ইউনিটে মহানগরীর খালিশপুর নয়াবাটি এলাকার আজিজের স্ত্রী হোসনেয়ারা বেগম (৫৫) মারা যান। তিনি ২৭ এপ্রিল করোনা ইউনিটে ভর্তি হন।

মোহাম্মদ মিলন/এমএসআর