উল্লাপাড়া পৌর যুবলীগের আয়োজনে মানবিক সহায়তা কার্যক্রম

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকারঘোষিত বিধিনিষেধে সিরাজগঞ্জে কর্মহীন হয়ে পড়া বিভিন্ন শ্রেণিপেশার ৫০০ পরিবারে যুবলীগের পক্ষ থেকে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

উল্লাপাড়া উপজেলার শ্যামলীপাড়া ঈদগাহ মাঠে পৌর যুবলীগের আয়োজনে মানবিক সহায়তা কার্যক্রম উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. একরামুল হক। 

উল্লাপাড়া পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম মনির সভাপতিত্বে বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর আহসান হাবিব সরকার, সিরাজগঞ্জ পৌর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সজীব খান, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সুজিত সরকার, শহিদুল ইসলাম সেলিম।

আরও উপস্থিত ছিলেন যুগ্ম-সাধারণ সম্পাদক শামীম হোসেন, মাকসুদুর রহমান মিলন, প্রচার সম্পাদক আশিক ইমরান, শিক্ষা ও বৃত্তিবিষয়ক সম্পাদক ইউসুফ দেওয়ান রাজু, মাহমুদুল হাসান শশী, আকরাম হোসেন হীরা, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক শরিফুল ইসলাম প্রমুখ। 

এ সময় জেলা যুবলীগের সাধারণ সম্পাদক একরামুল হক বলেন, বরাবরের মতো সব সংকটে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জনগণের পাশে রয়েছেন। 

তিনি আরও বলেন, করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। পাশাপাশি এই করোনা পরিস্থিতি মোকাবিলায় সমাজের বিত্তবান মানুষের মানবিক সহায়তা নিয়ে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।

শুভ কুমার ঘোষ/এমএসআর