মাওলানা মোহাম্মদ

হেফাজতে ইসলামের হরতালকে কেন্দ্র করে পুলিশের দায়ের করা নাশকতার মামলায় মাওলানা মোহাম্মদকে গ্রেফতারের পর এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মাওলানা মোহাম্মদ ময়মনসিংহের কওমি আলেমদের সংগঠন ‌‘ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর’ কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক এবং জামিয়া আরাবিয়া মাখযানুল উলুম মাদরাসার ব্যবস্থাপনা পরিচালক।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিকেলে ময়মনসিংহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাহবুবা আক্তার তার রিমান্ড মঞ্জুর করেন। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৮ মার্চ হেফাজতে ইসলামের হরতালের নামে ময়মনসিংহ নগরীর চরপাড়া মোড়ে পুলিশ বক্স ভাঙচুর, বাইপাস সড়কে বাসে আগুন, পুলিশের ওপর হামলাসহ নাশকতার ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মামলা হয়। এ মামলায় বুধবার (২৮ এপ্রিল) মাওলানা মোহাম্মদকে নগরীর গলগণ্ডা এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার আদালতে সোপর্দ করে ১০ দিনের রিমান্ড আবেদন করলে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

উল্লেখ্য, ময়মনসিংহের হেফাজতে ইসলামের কোনো কমিটি না থাকলেও কওমিপন্থী আলেমদের সংগঠন ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর নেতৃবৃন্দ হেফাজতের বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন।

উবায়দুল হক/এএম