বঙ্গবন্ধু পরিষদ রূপালী ব্যাংক লিমিটেডের বরিশাল আঞ্চলিক পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি গঠন করা এ কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ব্যাংকটির সিনিয়র প্রিন্সিপাল অফিসার খান নাসিম পারভেজ। সাধারণ সম্পাদক হয়েছেন প্রিন্সিপাল অফিসার মো. মাছুম। 

গতকাল বুধবার (২৮ এপ্রিল) নব গঠিত কমিটির সভাপতি খান নাসিম পারভেজ এ বিষয়ে বলেন, রূপালী ব্যাংক লিমিটেডের বরিশালে কর্মরত কর্মকর্তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরো মজবুত করা এবং ব্যাংকটির সুনাম অক্ষুণ্ন রেখে উত্তম গ্রাহক সেবা দেওয়াই আমাদের লক্ষ্য। এজন্য সকলের সহযোগিতা চাই।   

২৭ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন, কার্যকরী সভাপতি মো. রফিকুল ইসলাম (সিনিয়র প্রিন্সিপাল অফিসার), সহ-সভাপতি সঞ্জয় কুমার সরকার (সিনিয়র প্রিন্সিপাল অফিসার), মনি সরকার (সিনিয়র প্রিন্সিপাল অফিসার), মো. রোমান (সিনিয়র প্রিন্সিপাল অফিসার), যুগ্ম- সাধারণ সম্পাদক এমএ রাজ্জাক মুন্সী (প্রিন্সিপাল অফিসার), সহ-সাধারণ সম্পাদক মো. রকিব হাসান (সিনিয়র অফিসার) ও মো. হানিফ মাহমুদ খান (সিনিয়র অফিসার)।

এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে কাজী সুজন (সিনিয়র অফিসার), অর্থ সম্পাদক মো. জাহিদুল ইসলাম (প্রিন্সিপাল অফিসার), দপ্তর সম্পাদক এইচ এম মনিরুজ্জামান (প্রিন্সিপাল অফিসার), প্রচার সম্পাদক মো. আবুল কালাম আজাদ (সিনিয়র অফিসার), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মানিক লাল দত্ত (সিনিয়র প্রিন্সিপাল অফিসার), ক্রীড়া সম্পাদক মো. আসিফ ইকবাল (সিনিয়র অফিসার), সমাজকল্যাণ সম্পাদক মো. সাইদুল ইসলাম (সিনিয়র অফিসার), মহিলা বিষয়ক সম্পাদক খাদিজা আক্তার (সিনিয়র অফিসার), সদস্য শেখ সাইফুল ইসলাম (সিনিয়র প্রিন্সিপাল অফিসার), সদস্য জয়ন্ত হালদার (সিনিয়র প্রিন্সিপাল অফিসার), সদস্য রণজিত কুমার বিশ্বাস (সিনিয়র প্রিন্সিপাল অফিসার), সদস্য জয়ন্ত হালদার (সিনিয়র প্রিন্সিপাল অফিসার), সদস্য প্রসেঞ্জিত বসু (সিনিয়র অফিসার), সদস্য সন্দীপ সাহা (প্রিন্সিপাল অফিসার), সদস্য মাহাবুব জামিল (সিনিয়র অফিসার), সদস্য মো. রেজাউল করিম (সিনিয়র অফিসার), সদস্য অমল সরকার (সিনিয়র অফিসার), সদস্য দিলীপ মৃধা (সিনিয়র অফিসার), সদস্য আশরাফ সিদ্দিকী (সিনিয়র অফিসার) নির্বাচিত হয়েছেন।

আরএম/এমএএস