বাগেরহাটে খ্রিষ্টান পল্লীর কর্মহীন ১২০ পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিকেলে বাগেরহাট শহরের বিসিক সংলগ্ন মারিয়া (খ্রিষ্টান) পল্লীর কর্মহীন পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক আ ন ম ফয়জুল হক।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মদ রিজাউল করীম, সদর উপজেলা চেয়ারম্যান সরদার নাসির উদ্দীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোছাব্বেরুল ইসলাম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, পৌরসভার কাউন্সিলর তানিয়া খাতুন, আসমা আক্তার, পৌর আওয়ামী মহিলা লীগ নেত্রী সাদিয়া আফরোজ প্রমুখ উপস্থিত ছিলেন। 

জেলা প্রশাসক আ ন ম ফয়জুল হক জানান, মারিয়া পল্লীর কর্মহীন ১২০টি পরিবারের মাঝে ১৫ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ ধরণের খাদ্য সহায়তা প্রদান অব্যাহত থাকবে। 

তানজীম আহমেদ/আরএআর