নড়াইলে মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন
নাজমুল হুদা। ছবি : ঢাকা পোস্ট
নড়াইলে এক মাদক মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (২০ মে) দুপুরে জেলা ও দায়রা জজ (২য় আদালত) মো. সাইফুল আলম এ রায় ঘোষণা করেন।
বিজ্ঞাপন
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার যশোমন্তপুর গ্রামের মোশারফ মিয়ার ছেলে লিন্টু মিয়া ও একই উপজেলার উথালী গ্রামের তুরফান ফকিরের ছেলে নাজমুল হুদা। রায় ঘোষণার সময় নাজমুল হুদা আদালতে উপস্থিত থাকলেও লিন্টু মিয়া পলাতক ছিলেন।
মামলার নথি সূত্রে জানা যায়, ২০০৯ সালের ২৬ ডিসেম্বর সন্ধ্যায় সদর উপজেলার নড়াইল-যশোর সড়কের সীতারামপুরে চেকপোস্টের সামনে থেকে একটি মোটরসাইকেলসহ দুই ব্যক্তিকে আটক করে পুলিশ। এ সময় লিন্টু মিয়ার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ৩ কেজি ওজনের ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নড়াইল সদর থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়। পরে লিন্টু মিয়া ও নাজমুল হুদাকে অভিযুক্ত করে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। সাক্ষ্যপ্রমাণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আজ বিচারক এ রায় দেন।
বিজ্ঞাপন
মো. রাজু শেখ/এএএ