পটুয়াখালীর কলাপাড়ায় বজ্রপাতে মো. জাকির ফকির নামে এক ইমারত শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২০ মে) বিকেলে কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের খলিলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মো. জাকির ফকির উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের মোতালেব ফকিরের ছেলে। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের স্থানীয় ইউপি সদস্য জহির। 

ইউপি সদস্য জহির জানান, জাকির মহাসড়ক লাগোয়া খলিলপুর গ্রামে বৃষ্টির মধ্যে রেজাউলের বাড়িতে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি আহত হন। পরে তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক জাকিরকে মৃত ঘোষণা করেন। 

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার লেলিন জানান, বজ্রপাতের ঘটনায় একজনকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

কলাপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ বলেন, নীলগঞ্জ ইউনিয়নে বজ্রপাতের ঘটনায় একজন শ্রমিকের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

এসএম আলমাস/এএএ