অবশেষে উপকূলজুড়ে স্বস্তির শীতল হাওয়া ও বৃষ্টি
সারাদেশে চলমান তীব্র গরম ও তাপপ্রবাহের মধ্যেই পটুয়াখালীর পুরো উপকূলজুড়ে নামল স্বস্তির বৃষ্টি। আর তাতে উপকূলের জনজীবনে কিছুটা হলেও নেমে এসেছে স্বস্তি।
সোমবার (২০ মে) দুপুরের পর থেকেই উপকূলের আকাশে ছিল মেঘের আনাগোনা। দুপুর ২টার দিকে আকাশ একেবারে মেঘে ঢেকে যায়। এরপর শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। সঙ্গে যোগ হয় প্রাণজুড়ানো শীতল হাওয়া। শুরুতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হলেও পরে তা রুপ নেয় মুষলধারে। বাতাস, মেঘ ও বৃষ্টির ফলে স্বস্তি ফিরেছে জনজীবনে।
বিজ্ঞাপন
গত কয়েক সপ্তাহ ধরে চলা তাপদাহে উপকূলবাসীর জীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। তাই বৃষ্টির জন্য চাতক পাখির মতো অপেক্ষায় ছিলেন পর্যটন নগরীসহ পুরো উপকূলের মানুষ। শেষ পর্যন্ত প্রতীক্ষার অবসান হলো।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক আব্দুল জব্বার বলেন, গতকাল থেকে বৈশাখী ঝড়ের সম্ভাবনা দেখা গেছে। যে কোনো সময় বাতাস ও ঝড় হতে পারে।
বিজ্ঞাপন
এসএম আলমাস/আরকে