সিলেটে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ভোটার উপস্থিতি
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে সিলেটের তিনটি উপজেলায় মঙ্গলবার (২১ মে) সকাল থেকে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। অধিকাংশ ভোটকেন্দ্রে সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়ছে। এসব কেন্দ্রে পুরুষ ভোটারের পাশাপাশি নারী ভোটারদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
সরেজমিনে দেখা যায়, সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার খাগাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোম্পানিগঞ্জ প্রাথমিক বিদ্যালয়, ভোলাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় তেলিখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটার উপস্থিতি প্রথম চার ঘণ্টায় ছিল ৩০ শতাংশের কাছাকাছি।
বিজ্ঞাপন
ভোট দিতে আসা ৮০ বয়সের বৃদ্ধা খাতুন বিবি ঢাকা পোস্টকে বলেন, আমি জীবনে অনেকবার ভোট দিয়েছি। যেকোনো নির্বাচনে আমি ভোট দিতে আসি। গরমে একটু কষ্ট লাগছে। তারপরও ভোট দিয়ে আনন্দ পেয়েছি।
একই কেন্দ্রে ভোট দিতে আসা ভোটার তাজুল ইসলাম বলেন, আজকের আবহাওয়া একটু গরম। তবে ভোট দিতে পেরে ভালোই লাগছে।
বিজ্ঞাপন
সিলেট জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, সিলেটের তিন উপজেলায় মোট ৩৭ জন প্রার্থী রয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১১ জন প্রার্থী রয়েছেন।
তেলিখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দায়িত্বরত প্রিসাইডিং অফিসার ঢাকা পোস্টকে বলেন, আমার এই কেন্দ্রে ভোটার উপস্থিতি ভালো। গরমের মধ্যেও তাদের কোনো ক্লান্তি নেই। প্রথম ২ ঘণ্টায় এখানে ১০ শতাংশ ভোট পড়লেও পরবর্তী ২ ঘণ্টায় সর্বমোট কাস্টিং ভোট ছিল প্রায় ৩২ শতাংশ।
সার্বিক বিষয়ে জানতে চাইলে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মোবারক হোসেন ঢাকা পোস্টকে বলেন, সিলেটের তিন উপজেলায় তিনজন বিচারিক ম্যাজিস্ট্রেট এবং উপজেলার প্রতিটি ইউনিয়নে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। নির্বাচনী এলাকার নিরাপত্তার জন্য প্রতিটি উপজেলায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। র্যাব ছাড়াও পুলিশ ও আনসার ভিডিপির স্ট্রাইকিং ফোর্স কাজ করছে। ভোটারদের উপস্থিতি ভালো। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এই বিষয়ে আমাদের একাধিক টিম সচেষ্ট আছে।
মাসুদ আহমদ রনি/আরকে