ফটো ক্যাপশন : ভাইস-চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ ও মহিলা ভাইস-চেয়ারম্যান মোছা.আবিদা সুলতানা যুথী

জামালপুর জেলার ইসলামপুর উপজেলা পরিষদ নির্বাচনে শুধু ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ভোট গ্রহণ হয়েছে। চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই নির্বাচিত হয়েছেন এড.আব্দুস সামাদ। ইসলামপুর ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ভোট পড়েছে মাত্র ৮ দশমিক ৮৬ শতাংশ।

মঙ্গলবার (২১মে) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সিরাজুল ইসলামের স্বাক্ষরিত প্রাথমিক বেসরকারি ফলাফল বার্তা প্রেরণ শিটে এ তথ্য জানানো হয়।এর আগে গতকাল ২১ মে মঙ্গলবার সকাল ৮ থেকে বিকেল ৪টায় ভোট গ্রহণ চলে‌।

ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিন জন প্রার্থী। এই পদে ১৮ হাজার ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ আব্দুল খালেক আকন্দ টিউবওয়েল (প্রতীক)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ ফারুক ইকবাল (হিরু) মাইক প্রতীকে ভোট পেয়েছেন ৪ হাজার ৪৯৬।

এই পদে মোট ভোট পড়েছে ২৩ হাজার ৭৮৯টি, যা মোট ভোটারের ৮দশমিক ৮৬ শতাংশ। তার মধ্যে ভোট বাতিল হয়েছে ৩৭টি। মোট বৈধ ভোটের সংখ্যা ২৩ হাজার ৭৫২।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুই জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা  করেছেন। এই পদে ১২ হাজার ১২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোছা.আবিদা সুলতানা যুথী কলস প্রতীক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আঞ্জুমানয়ারা বেগম ফুটবল প্রতীক তিনি ভোট পেয়েছেন ১১ হাজার ৬৩০ টি।

এই পদে মোট ভোট পড়েছে ২৩ হাজার ৮৭৯টি, যা মোট ভোটারের ৮দশমিক ৮৬ শতাংশ। তার মধ্যে ভোট বাতিল হয়েছে ৩৯টি। মোট বৈধ ভোটের সংখ্যা ২৩ হাজার ৭৫০।

উল্লেখ্য,ইসলামপুর উপজেলায় ৯৩ টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে। মোট ভোটার সংখ্যা ২ লাখ ৬৮হাজার ৪১৯ জন। পুরুষ ভোটারের সংখ্যা ১ লাখ ৩৭ হাজার ১৩১ জন, নারী ভোটারের সংখ্যা ১ লাখ ৩১ হাজার ২৮৭ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার ১ জন। ইসলামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ছেন, এড.আব্দুস সামাদ।

প্রতিনিধি/ এসএমডব্লিউ