নির্বাচনে প্রভাব বিস্তার, হুইপ কমলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
রামু উপজেলা পরিষদ নির্বাচনে প্রভাব বিস্তার ও নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে একজন প্রার্থীর পক্ষে ভূমিকা রাখছেন জাতীয় সংসদের হুইপ সাইমুম সরওয়ার কমল এমন অভিযোগ করেছেন রামু উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও তার আপন ভাই সোহেল সরওয়ার কাজল এবং ছোট বোন জেলা আওয়ামী লীগের নেত্রী নাজরিন সরওয়ার কাবেরী।
বৃহস্পতিবার (২৩ মে) দুপুর ১২টার দিকে কক্সবাজারের একটি মোটেলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সোহেল সরওয়ার কাজল এ অভিযোগ করেন।
বিজ্ঞাপন
সোহেল সরওয়ার কাজল বলেন, উপজেলা নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে মাননীয় প্রধনমন্ত্রী শেখ হাসিনা ও নির্বাচন কমিশন (ইসি) চ্যালেঞ্জ ঘোষণা করেছেন। কিন্তু হুইপ সাইমুম সরওয়ার কমল এমপি আসন্ন রামু উপজেলা পরিষদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপকর্মে লিপ্ত হয়েছেন। তফসিল ঘোষণার পর থেকে হুইপ সাইমুম সরওয়ার কমল এমপি আমার প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম ভুট্টোর পক্ষে সরাসরি অবস্থান নিয়ে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, সভা-সমাবেশে প্রকাশ্যে প্রচারণা চালাচ্ছেন এবং একই সময়ে সরকারি নিরাপত্তা প্রোটোকলও ব্যবহার করেছেন। যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। এ পরিস্থিতিতে রামু উপজেলায় সুষ্ঠু, শান্তিপূর্ণ, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
তিনি আরও বলেন, গত ১৩ মে প্রতীক বরাদ্দের পর থেকে হুইপ নিজের বাসভবন ওসমান ভবনকে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সিরাজুল ইসলাম ভুট্টোর নির্বাচনী কার্যালয়ে পরিণত করে সেখান থেকে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। একই সঙ্গে এলাকায় প্রকাশ্যে আমার কর্মী- সমর্থকদের বিভিন্ন প্রকার হুমকি-ধামকি দেওয়া হচ্ছে। আমার কর্মীদের বাসায় ডেকে নিয়ে মারধর ও অমানুষিক নির্যাতন করছে। এমনকি হুইপ কমল সংশ্লিষ্ট কর্মকর্তাদের ম্যানেজ করে ইভিএম মেশিনের মেমোরি কার্ড পরিবর্তন করে সূক্ষ্ম কারচুপির মাধ্যমে আমার পরাজয় নিশ্চিত করবেন বলেও বিভিন্নভাবে জানান দিয়ে যাচ্ছেন।
বিজ্ঞাপন
এলাকার আমার জনপ্রিয়তা এবং সুষ্ঠু নির্বাচনে আমার বিজয় সুনিশ্চিত জেনে তিনি ক্ষমতার প্রভাব খাটিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ও নির্বাচন কমিশনের নিদের্শনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। এমতাবস্থায় তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করাসহ নির্বাচনকালীন এলাকা থেকে হুইপ কমলকে সরিয়ে নেওয়া হোক।
নাজরিন সরওয়ার কাবেরী বলেন, আমার ভাই হুইপ কমল ইভিএমের মাধ্যমে রেজাল্ট পাল্টে দেওয়ার বিভিন্ন অনুষ্ঠানে হুমকি দিচ্ছে। এতে পুরো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছি।
সাইদুল ফরহাদ/এএএ