ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, সংকেত বাড়লেও এখনো শান্ত উপকূল
পটুয়াখালীর কলাপাড়া উপকূলে এখনো ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে শুরু করেনি। গভীর নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। তবে সংকেত বাড়লেও এখন পর্যন্ত উপকূলের আবহাওয়া অনেকটা স্বাভাবিক। তীব্র রোদ আর গরমে অতিষ্ঠ জনজীবন।
শনিবার (২৫ মে) আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ সন্ধ্যা থেকে সম্ভাব্য ঘূর্ণিঝড় রেমালের প্রভাব সমুদ্র তীরবর্তী ও আশপাশের অঞ্চলে পড়তে শুরু করবে। আর মধ্যরাত থেকেই পুরোপুরি প্রভাব শুরু হতে পারে। এজন্য ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। নিম্নচাপটি এখন গভীর নিম্নচাপে পরিণত হয়ে আরও ঘনীভূত হয়ে শক্তিশালী হচ্ছে। তবে উপকূলের আকাশ এখনো পরিষ্কার।
বিজ্ঞাপন
ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) কুয়াকাটা ও লতাচাপলী এরিয়ার সমন্বয়ক মো. শফিকুল ইসলাম বলেন, বঙ্গোপসাগরে জোয়ারের পানি কিছুটা বেড়েছে। এখন পর্যন্ত আবহাওয়ার তেমন কোনো পরিবর্তন লক্ষ করা যাচ্ছে না। তবে (সিপিপির) সকল স্বেচ্ছাসেবী ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুত রয়েছেন।
বিজ্ঞাপন
পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের কর্মকর্তা মাহবুবা সুখী বলেন, পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর দিকে অগ্রসর হয়ে অবস্থান করছে। সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, পায়রা সমুদ্র বন্দর থেকে ৪২৫ কি. মি. দক্ষিণে অবস্থান করছিল এটি। তবে ঘূর্ণিঝড় রেমালের অবস্থান পরিবর্তনের সঙ্গে সঙ্গে উপকূলের আবহাওয়ারও পরিবর্তন হবে।
এসএম আলমাস/এএএ