বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে বাগেরহাট উপকূলে ঝড়ো হাওয়া বইতে শুরু করেছে। শনিবার (২৫ মে) সন্ধ্যা থেকে জেলার বিভিন্নস্থানে থেমে থেমে দমকা হাওয়া বইছে। বিকেল থেকে কালো মেঘে ঢেকে গেছে আকাশ। নিম্নচাপের প্রভাবে কোথাও কোথাও বৃষ্টি হওয়ার খবরও পাওয়া গেছে। নিম্নচাপটি বর্তমানে মোংলা থেকে ৪৭৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে। সময় বাড়ার সাথে সাথে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া পর্যবেক্ষণাগার মোংলার আবহাওয়াবিদ হারুন অর রশিদ বলেন, নিম্নচাপটি বর্তমানে মোংলা বন্দর থেকে ৪৭৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে। গভীর নিম্নচাপ হওয়ায় ইতোমধ্যে এর প্রভাবে উপকূলের বিভিন্নস্থানে ঝড়ো হাওয়া বইছে। বিকেল থেকে আকাশে কালো মেঘ জমেছে। কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে বৃষ্টিও হয়েছে। ঝড় ও বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেতে পারে। সময় বাড়ার সাথে সাথে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে কালকের ভেতর উপকূল অতিক্রম করতে পারে। বর্তমানে মোংলায় তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আবু রায়হান মোহাম্মদ আল-বিরুনী বলেন, জেলায় ৩৩৮ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে সবচেয়ে ঝুঁকিতে থাকা ৩৫/১ পোল্ডারের ৬৩ কিলোমিটার বেড়িবাঁধের কাজ হয়েছে। এই ৬৩ কিলোমিটার বেড়িবাঁধের দুই কিলোমিটার ঝুঁকিতে রয়েছে। এ ছাড়া অন্য পোল্ডারগুলোর বেশ কিছু পয়েন্ট ঝুঁকির মধ্যে রয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে কোথাও যাতে বাঁধ ভেঙে যেতে না পারে, এজন্য প্রস্তুতি নেওয়া হয়েছে।

শেখ আবু তালেব/এমএএস