কার্যালয়ে ভাঙচুর চালিয়ে ১ হাজার পিস জাকাতের শাড়ি লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা

চাঁদপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শিক্ষামন্ত্রী দীপু মনির ছবি, ব্যানার ও ফেস্টুন ভাঙচুর করে দুর্বৃত্তরা। সেই সঙ্গে জাকাতের এক হাজার পিস শাড়িও লুট করে নিয়ে যায় তারা।

শুক্রবার (৩০ এপ্রিল) দুপুরে পুরানবাজার পূর্ব জাফরাবাদ এলাকার সামগাজী সড়কের পাশে ওয়ার্ড আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে চাঁদপুর পুরানবাজার পুলিশ ফাঁড়ির কয়েকজন সদস্য ও দলীয় নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মোহাম্মদ হাসান বলেন, আমরা জুমার নামাজ পড়তে মসজিদে গিয়েছিলাম। এ সুযোগে স্থানীয় একদল দুর্বৃত্ত দলীয় কার্যালয়ে ভাঙচুর ও লুটপাট চালায়। তারা কার্যালয়ের ভেতরে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর ছবিসহ দলীয় ব্যানার, ফেস্টুন ভাঙচুর করে। জাকাতের জন্য রাখা এক হাজার পিস শাড়ি, ৩২ ইঞ্চি রঙিন টেলিভিশন নিয়ে যায় দুর্বৃত্তরা।

চেয়ার-টেবিল ও দলীয় ব্যানার, ফেস্টুন ভাঙচুর করে দুর্বৃত্তরা

পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী মফিজ বেপারী বলেন, কার্যালয়টি অস্থায়ী হিসেবে ব্যবহার করে আসছি আমরা। এখানে নির্বাচনী কার্যক্রম পরিচালিত হতো। যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে।

পুরানবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করেছি। তদন্ত সাপেক্ষে বলা যাবে ঘটনাটি কারা ঘটিয়েছে, কেন ঘটিয়েছে। তদন্ত করে সব বের করা হবে। 

শরীফুল ইসলাম/এএম/জেএস