রংপুরে একটি হাসপাতাল ও একটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযানে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে প্রয়োজনীয় কাগজপত্র না থাকা ও অব্যবস্থাপনার কারণে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (২৭ মে) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধার নেতৃত্বে নগরীর ধাপ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এ বিষয়ে মাহমুদ হাসান মৃধা বলেন, অবৈধ ক্লিনিক-ডায়াগনোস্টিক সেন্টারে অব্যবস্থাপনা কিংবা ভুল চিকিৎসার কারণে অনেক সময় রোগী মৃত্যুর ঘটনা ঘটে। অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইউনিএইড হসপিটালকে ৭০ হাজার টাকা এবং থাইরোকেয়ার মডার্ন ল্যাবকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান মিশু, সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্যানেটারি ইন্সপেক্টর মাহবুবার রহমানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ফরহাদুজ্জামান ফারুক/এএএ