কাভার্ডভ্যান চাপায় প্রাণ গেল পুলিশ সদস্যের
খুলনায় কাভার্ডভ্যান চাপায় দীপক (২৮) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। শুক্রবার (৩০ এপ্রিল) রাতে খানজাহান আলী থানার বাদামতলা খুলনা-যশোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দীপকের বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলায়। তিনি খুলনার শিরোমনি রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) পুলিশ কনস্টেবল পদে কর্মরত ছিলেন।
বিজ্ঞাপন
খানজাহান আলী থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রোকনুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাদামতলা থেকে শিরোমনি এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সড়কে ছিটকে পড়েন পুলিশ কনস্টেবল দীপক। এ সময় একটি কাভার্ডভ্যান দীপককে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খানজাহান আলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার ঢাকা পোস্টকে বলেন, কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবল দীপকের মৃত্যু হয়েছে। তিনি শিরোমনি আরআরএফে পুলিশ কনস্টেবল পদে কর্মরত ছিলেন। এ ঘটনায় কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।
বিজ্ঞাপন
মোহাম্মদ মিলন/আরএআর/জেএস