খুলনায় করোনায় আরও তিনজনের মৃত্যু
খুলনায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০) এপ্রিল খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এদিন খুমেকের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ৫৬ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।
মৃতরা হলেন আলাউদ্দিন ফকির (৬৫), নিমাই চন্দ্র সরকার (৬৫) ও মোফাজ্জেল (৫৫)। এ নিয়ে খুমেক হাসপাতালের করোনা ইউনিটে ২৩২ জনের মৃত্যু হলো।
বিজ্ঞাপন
হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল পৌনে ৬টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মোফাজ্জেল (৫৫) মারা যান। তিনি খুলনার বটিয়াঘাটা উপজেলার ঘড়ঘড়িয়া এলাকার মতি মোল্লার ছেলে। ২৩ এপ্রিল তিনি হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হয়েছিলেন।
বিকেল পৌনে ৪টার দিকে বাগেরহাট সদরের কমকার পট্টি এলাকার মৃত হরিপদ সরকারের ছেলে নিমাই চন্দ্র সরকার (৬৫) মারা যান। তিনি ২৯ এপ্রিল হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হয়ে চিকিৎসাধীন ছিলেন।
বিজ্ঞাপন
একই ইউনিটে ২০ এপ্রিল ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে মারা যান আলাউদ্দিন ফকির (৬৫)। তিনি পিরোজপুর সদরের ঝনঝনিয়া এলাকার নাদের আলী ফকিরের ছেলে।
এদিকে শুক্রবার খুমেকের পিসিআর ল্যাবে ২৮২ জনের করোনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫৬ জনের করোনা পজিটিভ এসেছে। যার মধ্যে খুলনা মহানগরী ও জেলার ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়াও বাগেরহাটের তিনজন, যশোরের দুইজন ও গোপালগঞ্জ জেলার একজনের করোনা শনাক্ত হয়েছে।
মোহাম্মদ মিলন/আরএআর