কালিয়াকৈরে কাভার্ড ভ্যান চাপায় গার্মেন্টস শ্রমিক নিহত
গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ড ভ্যান চাপায় মীর আলম (৪০) নামে এক গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও ৫ জন। মঙ্গলবার (২৮ মে) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চাপাইর ব্রিজের পশ্চিম পাশে কালিয়াকৈর-মাওনা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
মীর আলম টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আজগনা গ্রামের মীর মুসার ছেলে। তিনি স্থানীয় একটি গার্মেন্টস্ কারখানায় কাজ করতেন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
বিজ্ঞাপন
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) ফেন্সী বিশ্বাস জুয়েল বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে একটি কাভার্ড ভ্যান কালিয়াকৈর থেকে মাওনার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী মীর আলম নিহত হন। আহন হন অটোরিকশার আরও পাঁচ যাত্রী। আহতদের উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় কাভার্ড ভ্যানটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছেন।
শিহাব খান/এএএ
বিজ্ঞাপন