‘অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ডেকে নিয়ে নারীকে হত্যা’
হত্যার অভিযোগে গ্রেপ্তার দেলোয়ার হোসেন ও মো. এনতাজুল।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে রেজিয়া খাতুন (৪৮) নামে এক বিধবা নারীকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এর আগে সোমবার (২৭ মে) উপজেলার সেনগাঁও ইউনিয়নের কানাড়ী গ্রামের একটি আম বাগান থেকে রেজিয়া খাতুনের মরদেহ উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৮ মে) ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
রেজিয়া খাতুন উপজেলার সেনগাঁও ইউনিয়নের কানাড়ী গ্রামের মৃত এনামুল হকের স্ত্রী। এ ঘটনায় তার ছেলে জুলফিকার আলী রুবেল (২৮) বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
বিজ্ঞাপন
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পীরগঞ্জ উপজেলার কানাড়ী গ্রামের মৃত তমিজ উদ্দীনের ছেলে দেলোয়ার হোসেন (৪৫) ও একই গ্রামের মৃত ধনীবুল্লাহ ছেলে মো. এনতাজুলকে (৪৪) গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক বলেন, রেজিয়া বেগমকে আসামিরা শারীরিক সম্পর্ক স্থাপনের অনৈতিক প্রস্তাব দিলে তা প্রত্যাখ্যান করেন রেজিয়া। এতে ক্ষিপ্ত হয়ে আসামিরা তার মুখ চেপে ধরে ও গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন।
পীরগঞ্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম বলেন, দেলোয়ার হোসেন ও মো. এনতাজুল তাদের কানাড়ী গ্রামের বাড়ির পাশে একটি আম বাগানে রেজিয়াকে মোবাইল ফোনে ডেকে নিয়ে যান। এরপর তাকে অনৈতিক কাজের প্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় আসামিরা তাকে হত্যা করেন। আজ ঠাকুরগাঁও বিচারিক আদালতে তাদের ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোছা. লিজা বেগম, সিনিয়র এএসপি মো.ফারুক ও জেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ।
আরিফ হাসান/এএএ