টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্রে পছন্দের প্রতীকে সিল মারা ব্যালটের সঙ্গে ছবি তুলে ও ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন একাধিক প্রার্থীর সমর্থকরা। বুধবার (২৯ মে) জেলার বিভিন্ন ভোটকেন্দ্রের সিল মারা ব্যালট পেপারের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে।

জানা গেছে, নিয়ম অনুযায়ী কেউ ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে গেলে তিনি কেন্দ্রে দায়িত্বরতদের কাছে তা জমা দিয়ে বুথে প্রবেশ করবেন। তবে এ নিয়ম ভেঙে অনেকেই মোবাইল ফোন নিয়ে বুথে যান। বুথে সিল মারা ব্যালট নিয়ে ভিডিও, ছবি ও সেলফিও তুলেন। ভোট দেওয়ার পর একাধিক সমর্থক তাদের ব্যক্তিগত ফেসবুক আইডিতে এসব ছবি ও ভিডিও পোস্ট করেন।

দেলদুয়ার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যানে পদে এম শিবলী সাদিককে টেলিফোন প্রতীকে সিল মেরে ব্যালট পেপারের ছবি ফেসবুকে পোস্ট করেন আলমগীর হোসেন নামে এক ব্যক্তি। টাঙ্গাইল সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী তোফাজ্জল হোসেন খান তোফাকে দোয়াত কলম প্রতীকে ও ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আহম্মেদ রাজীবকে উড়োজাহাজ প্রতীকে ও নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী পপি গুহকে পদ্মফুল প্রতীকে সিল মেরে ব্যালটের ছবি ফেসবুকে পোস্ট করেছেন মুহিত ইসলাম নামে একজন ভোটার।

একই উপজেলায় ঘোড়া প্রতীকে সিল মেরে ফেসবুকে পোস্ট করেছেন কাজী ইলিয়াস নামে একজন। সদর উপজেলাতে কৌশিক আহম্মেদ রাজু উড়োজাহাজ প্রতীকে ভোট দিয়ে ফেসবুকে পোস্ট করেছেন। আসলাম খান জনি নামে এক ব্যক্তি ঘোড়া প্রতীকে সমর্থন জানিয়ে ফাঁকা ব্যালট পেপার পোস্ট করেছেন ফেসবুকে। এ ছাড়া আরও অনেককে ব্যালটের ছবিসহ ফেসবুকে পোস্ট করতে দেখা গেছে

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মতিয়ুর রহমান বলেন, সিলমারা ব্যালটসহ কেউ ফেসবু‌কে‌ দি‌য়ে‌ছে কিনা জা‌নি না। ‌বিষয়টি খতিয়ে দেখা হবে।

অ‌ভি‌জিৎ ঘোষ/এএএ