চেয়ারম্যান পদে বিজয়ী প্রার্থী সুদেব সাহা

নানা জ্বল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনের মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের আপন ফুপাতো ভাই ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসরাফিল হোসেনকে ২ হাজার ৪৪১ ভোটে পরাজিত করে প্রথমবার চেয়ারম্যান নির্বাচিত হলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মোটরসাইকেল প্রতীকের প্রার্থী সুদেব সাহা। তিনি ভোট পেয়েছেন ৩৪ হাজার।

বুধবার (২৯ মে) রাত ১০টার দিকে সদর উপজেলা পরিষদের মিলনায়তনের উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং কর্মকর্তা লিটন ঢালী ভোটের ফলাফল ঘোষণা করেন। এতে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হন সুবেদ সাহা।

এর আগে নির্বাচনের ফলাফল কারচুপির আশঙ্কায় চেয়ারম্যান প্রার্থী সুদেব সাহার কর্মী ও সমর্থকেরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। আজ সন্ধ্যা সোয়া ৭টা থেকে রাত পৌনে ৮টা পর্যন্ত সদর উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়।

ফলাফল বিলম্ব হওয়ায় নির্বাচনে ফলাফল কারচুপির আশঙ্কায় চেয়ারম্যান পদপ্রার্থী সুদেব কুমার সাহার কর্মী ও সমর্থকেরা ক্ষুব্ধ হন। এর পর সন্ধ্যা সোয়া ৭টার দিকে সুদেব সাহার ক্ষুব্ধ কর্মী-সমর্থকেরা উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। এ সময় উত্তেজিত কর্মী-সমর্থকেরা বিক্ষোভ করতে থাকেন। এতে মহাসড়কে ঘটনাস্থলের উভয়পাশে অন্তত সাত কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এরপর রাত পৌনে ৮টার দিকে ঘটনাস্থলে বিজিপি এবং পুলিশ সদস্যরা অবরোধকারীদের মহাসড়ক থেকে সরিয়ে দেন। পরে বিক্ষুব্ধ নেতাকর্মীরা উপজেলা কমপ্লেক্সের সামনে অবস্থান নেন। পরে ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয়। এরপর রাত ৮টার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে আসে। এ ঘটনায় ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত হন এবং বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে পুনরায় ভোটের ফলাফল ঘোষণা শুরু করেন সহকরী রিটার্নিং কর্মকর্তা।

সকাল ৮টা থেকে মানিকগঞ্জ সদর উপজেলায় ১১০টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে সাতজন চেয়ারম্যান পদপ্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে স্থানীয় মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ফুফাতো ভাই সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান ইসরাফিল হোসেন এবং জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুদেব কুমার সাহার মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়।

এর আগে গত ৭ মে উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযাগে এনে মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন চেয়ারম্যান প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুদেব কুমার সাহা। ওই সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন,সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের আপন ফুফাতো ভাই মো. ইসরাফিল হোসেন সদর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। নির্বাচনে এমপি তার ভাইয়ের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। তার প্রার্থীর পক্ষে কাজ না করলে দলীয় পদ থাকবে না বলে বিভিন্ন ফোরামে দলীয় পদধারী নেতাকর্মীদের ধমকও দিচ্ছেন। প্রতিনিয়ত দলের বিভিন্ন ফোরামকে ডেকে তার ফুফাতো ভাইয়ের পক্ষে কৌশলে প্রভাব বিস্তার করছেন। একজন সংসদ সদস্য হওয়ার পরও উপজেলা নির্বাচনে একজন প্রার্থীর পক্ষে সরাসরি অবস্থান নেওয়ায় দলীয় কর্মী ও সমর্থকদের মাঝে সমালোচনাসহ নানা প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। যার ফলে নির্দলীয় নির্বাচন হলেও দলীয় নেতাকর্মীদের স্বাধীনতা খর্ব হচ্ছে এবং নেতাকর্মীদের মধ্যে ভীতির সঞ্চার হচ্ছে।

সুদেব কুমার সাহা বলেন, কেন্দ্রগুলোতে ফলাফল ঘোষণা হলেও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ফলাফল ঘোষণা বিলম্ব হচ্ছিল। এতে ফলাফল কারচুপির আশঙ্কাও ছিল। এ পরিস্থিতিতে কর্মী ও সমর্থকেরা মহাসড়ক অবরোধ করেন। তবে সকল জ্বল্পনা-কল্পনা অবসান ঘটিয়ে সদর উপজেলার জনগণ আমাকে মোটরসাইকেল প্রতীকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করেছন। আমার এই বিজয় সদর উপজেলাবাসীর বিজয়।

সদর উপজেলার নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা লিটন ঢালী বলেন, আজকে সকাল ৮টা থেকে বিকেলে ৪টা পর্যন্ত উপজেলার ১১০টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এরপর উপজেলা মিলনায়তনে ভোটের ফলাফল ঘোষণা শুরু হয়। সবগুলো কেন্দ্রের ফলাফল পাওয়ার পরে চুড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। এতে বেসরকারিভাবে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী সুদেব সাহাকে চেয়ারম্যান নির্বাচিত ঘোষণা করা হয়।

সোহেল হোসেন/আরকে