বিপৎসীমার ওপরে সুরমার পানি, সিলেট শহরে বন্যার শঙ্কা
ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বিপর্যস্ত সিলেটের নিম্নাঞ্চল। জেলার ৮ উপজেলার সাথে নতুন করে প্লাবিত হচ্ছে সিটি করপোরেশন এলাকা। সুরমা নদীর কানাইঘাট পয়েন্টের পানি কয়েকদিন আগে বাড়লেও নতুন করে বেড়েছে সিলেট পয়েন্টের পানি। ইতোমধ্যে বিপৎসীমার ৪ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এতে করে সিলেট শহরে বন্যার শঙ্কা তৈরি হয়েছে।
শুক্রবার (৩১ মে) সন্ধ্যায় বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সিলেটের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ।
বিজ্ঞাপন
শুক্রবার রাত ৯টায় দেখা যায়, সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে পানি বিপৎসীমার ৯২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জকিগঞ্জ ও বিয়ানীবাজারে কুশিয়ারা দুটি পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে অমলসিদ পয়েন্টে ২০৩ সেন্টিমিটার ও বিকেল ৩টার হিসাবে শেওলা পয়েন্টে ১২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং সিলেট সুরমা পয়েন্টে বিপৎসীমার ৪ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
বিজ্ঞাপন
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সিলেটের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ ঢাকা পোস্টের সাথে আলাপকালে জানান, সিলেট অঞ্চলে পানি বৃদ্ধির কারণ হচ্ছে ভারতের মেঘালয়ে মাত্রাতিরিক্ত বৃষ্টিপাত। গত ২৪ ঘণ্টায় মেঘালয়ে বৃষ্টিপাতের পরিমাণ আগের দুই তিন দিন থেকে কম থাকায় এবং সিলেট অঞ্চলে আকস্মিক বন্যার পানি কমার সম্ভাবনা তৈরি হয়েছে। কানাইঘাট, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলায় পানি কিছুটা কমে এসেছে। এখন সুরমা হয়ে পানি প্রবাহিত করার কারণে সিলেট নগরীর সিরমা পয়েন্টে পানি বিপৎসীমার ৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এদিকে সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হোসাইন জানান, শুক্রবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেট জেলায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৫.৫ মিলিমিটার।
মাসুদ আহমদ রনি/এমএ