কুমিল্লায় যুবদলের গোলাগুলির ঘটনায় ৮ জনকে আসামি করে মামলা
কুমিল্লায় যুবদলের দুই পক্ষের গোলাগুলির ঘটনায় মামলা হয়েছে। মামলায় আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৫-১৬ জনকে আসামি করা হয়েছে। সোমবার (৩ জুন) সন্ধ্যায় কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। মামলায় ১ নম্বর আসামি করা হয়েছে দক্ষিণ জেলা যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলুকে।
বিজ্ঞাপন
মামলার অন্য আসামিরা হলেন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. ছোটন, দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রনি, যুবদল নেতা রেজওয়ান, নয়ন, সাগর, আজাদ এবং মুরাদ।
ওসি ফিরোজ হোসেন ঢাকা পোস্টকে বলেন, যুবদলের দুই পক্ষের গোলাগুলির ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আসামিদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলছে।
বিজ্ঞাপন
প্রসঙ্গত, গত রোববার (২ জুন) রাত সোয়া ১১টার দিকে কুমিল্লা নগরীর কান্দির পাড় এলাকায় যুবদলের দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এতে মহানগর ২২নম্বর ওয়ার্ডের ছাত্রদলের আহ্বায়ক ফখরুল তুহিন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। এসয়ম অন্তত আরও ৫জন আহত হন। ওই ঘটনায় সোমবার মামলা দায়ের করা হয়েছে।
আরিফ আজগর/এমএএস