রংপুর মহানগরীর অনুমোদনহীন একটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকা জরিমানা আদায় করেছে র‍্যাব। মঙ্গলবার (৪ জুন) বিকেলে মোবাইল কোর্টের মাধ্যমে ওই অভিযান পরিচালিত হয়।

সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৩ এর উপ-পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, র‍্যাব-১৩ এর আভিযানিক দল ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে রংপুর মহানগরীর ধাপের মোড় এলাকায় নাজমুন নাহার ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করে। এসময় অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারে রোগীদের সঙ্গে প্রতারণা করে বিপুল অর্থ হাতিয়ে নেওয়া ও ভুল চিকিৎসার মাধ্যমে নানাভাবে রোগী ও তাদের আত্মীয়-স্বজনদের নানা দুর্ভোগে ফেলতেন তারা। এমন অপরাধের কারণে অভিযান পরিচালনা করে র‍্যাব-১৩।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে রংপুর সদর থানার কোলকোন্দ এলাকার পলিল চন্দ্রের ছেলে ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার শ্রী তপন রায়ের কাছ থেকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

র‍্যাব-১৩ এর অধিনায়ক কমান্ডার কামরুল হাসান বলেন, র‍্যাব-১৩ ইতোমধ্যে মাদকসহ এরকম অভিযান পরিচালিত করে আসছে। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ফরহাদুজ্জামান ফারুক/আরকে