খুলনায় মোটরসাইকেল ও ইঞ্জিনচালিত ভ্যানের সংঘর্ষে ভ্যানচালকসহ নিহত ৩ হয়েছেন। বুধবার (৫ জুন) সকাল ১০টায় জেলার পাইকগাছা উপজেলার শিববাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ভ্যানচালক ইসমাইল গাজী উপজেলার চাঁদখারী ইউনিয়নের শাহাপাড়ার আনছার গাজীর ছেলে। নিহত অপর দুইজন হলেন, পাইকগাছা পৌরসভার ৬নং ওয়ার্ডের আবিদুর রহমানের ছেলে রিয়াদ ও গড়ইখালীর হারুন গাইনের ছেলে মাহাবুর।

এ ঘটনায় তৃষা নামে এক শিক্ষার্থী আহত হয়েছেন। আহত শিক্ষার্থী তৃষা সাতক্ষীরার আশাশুনী উপজেলার বড়দল গ্রামের আলাউদ্দীনের মেয়ে।

পাইকগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালে পাইকগাছার শিববাটি এলাকায় মোটরসাইকেল ও ভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ভ্যানচালক ও মোটরসাইকেলের দুই আরোহী মারা গেছেন। 

ওসি আরও বলেন, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও ভ্যান জব্দ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

মোহাম্মদ মিলন/আরকে