খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালকের বাসার গ্রিল কেটে চুরি
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) প্রকল্প পরিচালক ড. মো. হাসানুজ্জামানের বাসায় চুরির ঘটনা ঘটেছে। রোববার (৯ জুন) রাতে শেরেবাংলা রোডের একটি তিনতলা ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।
সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক হাসানুজ্জামান বলেন, রোববার রাত ১০ টার পর আমার স্ত্রী ২ মেয়েকে নিয়ে বাপের বাড়ি থেকে বাসায় এসে দরজা খুলতে পারছিলেন না। তখন তিনি দেখেন দরজা ভিতর থেকে আটকানো। এ সময় আমার শ্যালক ও স্থানীয়রা পাশের নির্মাণাধীন ভবনে গিয়ে আমাদের বাসার জানালার গ্রিল কাটা দেখতে পায়। আমি তখন বাইরে ছিলাম। পরে সবাই ঘরে ঢুকে দেখতে পায় রুমের মধ্যে কাপড়চোপড় সব ছড়ানো ছিটানো। ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা নেই। আনুমানিক সাড়ে ৩ ভরি স্বর্ণের অলংকার ও নগদ ৯০ হাজার টাকা নিয়ে গেছে চোরেরা।
তিনি আরও বলেন, বাড়ির মালিক কেএমপির সিটিএসবি শাখার অবসরপ্রাপ্ত দারোগা রেজাউল। তিনি বর্তমানে হজ পালনের জন্য সৌদি আরবে আছেন। তবে বাড়িওয়ালা এ বাড়িতে থাকেন না। হরিণটানায় তার অন্য বাড়িতে থাকেন।
বিজ্ঞাপন
মোহাম্মদ মিলন/এএএ