সাতক্ষীরায় চেতনানাশক স্প্রে দিয়ে বাড়ির লোকজনকে অচেতন করে গরু বিক্রির টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এতে এলাকার গরু ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বুধবার দিবাগত (১২ জুন) রাতে সদরের ফিংড়ী ইউনিয়নের বালিথা গ্রামের ঘোষ পাড়ায় পৃথক দুই বাড়িতে অচেতন করে নগদ ২ লাখ টাকাসহ স্বর্ণালংকার লুট করে দুর্বৃত্তরা।

ভুক্তভোগী হলেন, বালিথা গ্রামের মৃত মনোরঞ্জন কুমার দাশ ছেলে কাঞ্চন কুমার দাশ (৩৯)।  

ভুক্তভোগী কাঞ্চন কুমার দাশ বলেন, বুধবার রাতে গরু বিক্রি করে ১ লাখ ৭০ হাজার টাকা নিয়ে বাড়িতে রাখি। রাতে প্রতিদিনের ন্যায় খাওয়া দাওয়া শেষ করে রাত আনুমানিক ১টার দিকে ঘুমিয়ে পড়ি। চোরেরা ঘরের গেটের তালা খুলে বারান্দায় প্রবেশ করে এবং ঘরের দরজা ভেঙে চেতনানাশক স্প্রে দিয়ে অচেতন করে আমাকে। পরে ভেতরে গিয়ে গরু বিক্রি করা নগদ ১ লাখ ৭০ হাজার টাকা, স্বর্ণের দুল ও চুড়িসহ বিভিন্ন জিনিসপত্র চুরি করে নিয়ে যায়।

এদিকে পার্শ্ববর্তী মৃত মনোরঞ্জন দাশের স্ত্রী দূর্গাদাশের বাড়ির লোকজনকেও চেতনানাশক স্প্রে দিয়ে অচেতন করে নগদ ৩০ হাজার টাকাসহ স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

স্থানীয়রা জানান, সকালে তারা ঘুম থেকে কেউ না ওঠায় আমরা গিয়ে তাদের ডাকাডাকি করলে তাদেরকে অচেতন অবস্থায় দেখতে পাই। পরে ডা. মো: আবদুল খালেক তাদের প্রাথমিক চিকিৎসা সেবা দিলে তারা কিছুটা সুস্থ হয়ে ওঠে।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মহিদুল ইসলাম বলেন ভুক্তভোগীদের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

পিএইচ