টাঙ্গাইলে ট্রাক-প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
ছবি : সংগৃহীত
টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। বৃহস্পতিবার (১৩ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের বাগুটিয়ার বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের (বিটেক) সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন জেলা কালচারাল অফিসার আব্দুল্লাহ আল মামুনের ছেলে আব্দুল্লাহ আল অক্ষর (০৬) ও তার শাশুড়ি হুসনেয়ারা বেগম (৭০)। দুর্ঘটনায় আব্দুল্লাহ আল মামুন ও তার স্ত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের জামালপুর এম এ রশিদ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিজ্ঞাপন
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেন। তিনি জানান, আব্দুল্লাহ আল মামুন ঈদ করতে প্রাইভেট কারে করে পরিবার নিয়ে ঢাকা থেকে জামালপুর যাচ্ছিলেন। এ সময় কারটি বাগুটিয়া এলাকায় পৌঁছালে টাঙ্গাইলগামী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। আহত হন আরও ৪ জন।
অভিজিৎ ঘোষ/এএএ
বিজ্ঞাপন