মাদকের টাকা না পেয়ে ভাইয়ের সামনেই নিজের বুকে ছুরি চালাল কিশোর
মাদকদ্রব্য কেনার টানা না পেয়ে ছোট ভাইয়ের সামনেই নিজের বুকে আম কাটার ছুরি ঢুকিয়ে দিয়ে আত্মহত্যা করেছে মো. রাফি (১৬) নামে এক কিশোর। বৃহস্পতিবার (১৩ জুন) বিকেলে বরিশালের ব্রজমোহন স্কুল রোডের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
মো. রাফি এবারের এসএসপি পরীক্ষায় পাস করেছে। সে ব্রজমোহন স্কুল রোডের বাসিন্দা মৃত মো. মোতালেব হোসেনের ছেলে।
বিজ্ঞাপন
রাফির স্বজন সিরাজুল ইসলাম বলেন, রাফি মাদকাসক্ত ছিল। তাকে এই পথ থেকে ফেরাতে বিভিন্নভাবে চেষ্টা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে রাফি ওর বোনের কাছে কিছু টাকা চায়। এ সময় রাফিকে টাকা দিতে না করে ছোট ভাই রেদোয়ান। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্কাতর্কির এক পর্যায়ে টেবিলের ওপর রাখা আম কাটার ছুরি নিজের বুকে ঢুকিয়ে দেয় রাফি। রেদোয়ান চিৎকার-চেচামেচি করে সবাইকে ডেকে আহত রাফিকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বরিশাল কোতয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমানুল্লাহ আল বারী জানান, রাফির মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে বুঝিয়ে হস্তান্তর করা। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
বিজ্ঞাপন
সৈয়দ মেহেদী হাসান/এএএ