সুনামগঞ্জে পাহাড়ি ঢলে বাড়ছে ২৬ নদীর পানি
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দ্রুত বাড়ছে সুনামগঞ্জের সুরমা, যাদুকাটা, কুশিয়ারা, বৌলাইসহ ২৬টি নদ-নদীর পানি। দ্রুত নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা আতঙ্কে সময় পার করছেন ভাটির জেলার ২০ লাখ বাসিন্দা।
পাউবোর তথ্যমতে, ইতিমধ্যে গত ২৪ ঘ ণ্টায় সুনামগঞ্জ পয়েন্টে সুরমা নদীর পানি ২৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১৯ সেন্টিমিটার নিচ দিয়ে, ছাতক পয়েন্টে বিপৎসীমার ৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বিজ্ঞাপন
সাহেববাড়ী এলাকার বাসিন্দা সালমান ফাহিদ ঢাকা পোস্টকে জানান, ২০২২ এর আজকের দিনেই বন্যা হয়েছিল। যে হারে পানি বেড়ে যাচ্ছে তাতে ভয়ে আছি। বন্যা হলে ভোগান্তি বাড়ে।
তেঘরিয়ার বাসিন্দা হুজাইফা হুদা ঢাকা পোস্টকে বলেন, মেঘালয়ে বৃষ্টি হলেই পানি বেড়ে যায়। আমরা সামাজিক যোগাযোগমাধ্যমে যে ভিডিওর, ছবি দেখছি তাতে মনে হচ্ছে বন্যা হয়ে যাবে। পানি বাড়লেই আমাদের ভোগান্তি শুরু হয়। আমরা তাই আগে থেকেই প্রস্তুতি নিয়ে থাকি। আমাদের আশপাশের অনেকেই ইতিমধ্যে প্রস্তুতি নিয়ে রেখেছে।
বিজ্ঞাপন
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, ভারতের চেরাপুঞ্জিতে প্রচুর বৃষ্টিপাত হওয়ার কারণে উজান থেকে পাহাড়ি ঢল নামছে। আর সেই ঢলের পানিতে সুনামগঞ্জের সকল নদ নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এমনকি পাহাড়ি ঢল নামা অব্যাহত থাকলে আজকেই নদ নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হবে এবং সুনামগঞ্জে স্বল্প মেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হবে।
আরকে