সাভারের আশুলিয়ায় ব্যাকহো লোডারের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কা লাগে। এ ঘটনায় বাসের অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন।

রোববার (১৬ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আশুলিয়ার ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সন্ধ্যায় মিরপুর থেকে ছেড়ে আসা বাইপাইলগামী বিকাশ পরিবহনের একটি যাত্রীবাহী বাস আশুলিয়া ব্রিজ এলাকায় পৌঁছালে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে কাজে নিয়োজিত একটি ব্যাকহো লোডারের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসের অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। পরে আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবুল হাসান ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনাকবলিত বাস ও ব্যাকহো লোডারকে সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা। 

লোটন আচার্য্য/এমএ