ঈদের দিন কী খাবার পেলেন কারাবন্দিরা?
আজ পবিত্র ঈদুল আজহা। সবাই যখন পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করে কোরবানি নিয়ে ব্যস্ত সময় পার করছেন তখন বিভিন্ন অপরাধে কারাগারে বন্দি রয়েছেন অনেক আসামি। তবে কারাবন্দিদের ঈদের আনন্দ উপভোগ্য করতে বিশেষ আয়োজন করেছে পঞ্চগড়ের জেলা কারাগার কর্তৃপক্ষ।
সোমবার (১৭ জুন) পঞ্চগড় জেলা কারাগারের জেল সুপার মো. বদরুদোজা কারাগারের বন্দিদের জন্য বিশেষ আয়োজনের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
কারা কর্তৃপক্ষ জানায়, মুসলিম সম্প্রদায়ের দুটি ধর্মীয় উৎসবের মধ্যে অন্যতম বড় উৎসব হচ্ছে পবিত্র ঈদুল আজহা। এ উৎসব ঘিরে কারাগারে বন্দি থাকা মানুষদের জন্য ঈদের আনন্দ ছড়িয়ে দিতে নেওয়া হয়েছে নামাজের পাশাপাশি বিশেষ খাবার ব্যবস্থা। সে উপলক্ষ্যে সকাল ৮টার দিকে কারা অভ্যন্তরে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
জেল সুপার মো. বদরুদোজা ঢাকা পোস্টকে বলেন, পঞ্চগড় জেলা কারাগারে কোনো রাজনৈতিক বিশেষ বন্দি নেই। এখানে ১৭৯ জন বিভিন্ন অপরাধে সাজাপ্রাপ্ত ও অভিযুক্ত হিসেবে কারাবন্দি রয়েছেন। গতবারের মতো এবারও আমরা বিশেষ খাবার ব্যবস্থা ও ঈদের জামাতের আয়োজন করেছি। যেন তারা ঈদের আনন্দ উপভোগ করতে পারেন। এ জন্য বিশেষ খাবার হিসেবে সকালে পায়েস মুড়ি, নামাজ শেষে দুপুরে পোলাও-মুরগির ও গরুর মাংস, মিষ্টি ও পান দেওয়া হবে। আর যারা গরুর মাংস খান না তাদের জন্য খাসির মাংস থাকছে। রাতে ভাত, আলুর দম ও ডালের ব্যবস্থা করা হয়েছে।
এসকে দোয়েল/এমজে