কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে মোহাম্মদ তারেক (১৪) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। সোমবার (১৭জুন) বিকেল ৩টার দিকে সুগন্ধা পয়েন্টে এ ঘটনা ঘটে। 

নিখোঁজ কিশোর ঈদগাঁও উপজেলার শাহ ফকির বাজার এলাকার জয়নাল আবেদীনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মাসুদ রানা। 

তিনি বলেন, ঈদে কক্সবাজারে বন্ধুদের সঙ্গে ঘুরতে আসে তারেক। তিনি ও তার বন্ধুরা সমুদ্রে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে স্রোতে তলিয়ে যায় তারেক। তাকে খোঁজাখুঁজি করলেও পাওয়া যায়নি। তাকে উদ্ধারের কার্যক্রম চলমান রয়েছে।

সাইদুল ফরহাদ/এসকেডি