ঢাকার সাভারে চলন্ত বাসে গরু ব্যাপারীদের টাকা ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ মামুনুর রশিদ (৩৫) নামে এক ডাকাতকে আটক ও ডাকাতির ৩ লাখ ৬২ হাজার টাকা উদ্ধার করেছে।

সোমবার (১৭ জুন) রাতে সাভার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান ঢাকা পোস্টকে ঘটনার সত্যতা ও আটকের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের উলাইল বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।আটককৃত মামুনুর রশিদ সাভার পৌর এলাকার ভাটপাড়া মহল্লার বাসিন্দা।

পুলিশ জানায়, সকালে পুলিশের একটি টহল টিম ঢাকা-আরিচা মহাসড়কের উলাইলে যায়। এসময় গাবতলী থেকে ছেড়ে আসা পলাশ পরিবহনের একটি যাত্রীবাহী বাস থেমে থাকতে দেখে পুলিশ সদস্যরা। ওই সময় পুলিশকে দেখে বাসে ডাকাতদের জিম্মিদশা থেকে মুক্ত হতে গরু ব্যাপারীরা চিৎকার করে। তখন পুলিশ গরু ব্যাপারিদের উদ্ধার করে ও এক ডাকাত সদস্যকে আটক করে। তবে ডাকাত চক্রের বাকি সদস্যরা বাসটি নিয়ে পালিয়ে যায়।

টহল টিমের দায়িত্বে থাকা সাভার মডেল থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রবিউল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, গরু ব্যাপারীরা বাসে করে গন্তব্যে ফেরার পথে ডাকাতের কবলে পড়ে। সেখানে দুই ব্যাপারী পক্ষের ৫ জন লোক ছিল। এক ব্যাপারী থেকে ৬৩ হাজার ও অপর ব্যাপারী থেকে ১ লাখ ৭১ হাজার ডাকাতি করেছিল। তবে ডাকাত চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে। অন্য ডাকাতরা পুলিশদের বাস দিয়ে চাপা দেওয়ার চেষ্টা করে পালিয়ে যায়। এ সময় ডাকাতির ৩ লাখ ৬২ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।  

সাভার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান ঢাকা পোস্টকে বলেন, এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 
 
আরকে