পঞ্চগড়ে গত ২৪ ঘণ্টায় ১৮২.৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। মঙ্গলবার (১৮ জুন) জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়ার আবহাওয়া পর্যবেক্ষণাগার অফিস সূত্রে এ তথ্য জানা যায়।

এদিকে গত রোববার রাত থেকেই ঝরছে বর্ষার বৃষ্টি। এ কারণে সোমবার পবিত্র ঈদুল আজহার নামাজ অনেক স্থানে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোথাও মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হলেও বৃষ্টিতে ভিজেছেন মুসল্লিরা। বৃষ্টির কারণে পশু কোরবানিতেও বিড়ম্বনা পোহাতে হয়েছে। ঈদের দিন থেকে আজ মঙ্গলবার পর্যন্ত প্রচুর বৃষ্টিপাত হয়েছে। এতে করে ঈদের পরের দিন ঘরের বাইরে বেড়ানোর কথা থাকলেও দুপুর পর্যন্ত থমকে গেছে ঈদ ঘুরাফেরা।

এদিকে দুপুরের পর বেশ কিছু এলাকা ঘুরে তেঁতুলিয়ার সীমান্ত প্রবাহিত মহানন্দা নদীতে গিয়ে দেখা যায়, কয়েক দিন আগে চর দেখা যাওয়া নদীতে এখন পানির স্রোত বইছে। জানা গেছে, গত শনিবার সকাল ৬টার দিকে মহানন্দা নদীর উজানে শিলিগুড়ি (ভারত) ফুলবাড়িতে স্লুইস গেট খুলে দেওয়ার পর থেকেই জলস্রোতে ঢেকে যায় খরা চর। নদীতে পানি পেয়ে সকাল থেকেই নদীর তীরে জাল দিয়ে মাছ ধরতে ছুটে আসে তীর এলাকাসহ আশপাশের মানুষ।

মঙ্গলবার বিকেলেও নদীতে মাছ ধরতে দেখা যায় স্থানীয়দের। তাদের সঙ্গে কথা বললে জানান, নদীর উজানে ভারতের ফুলবাড়িতে স্লুইসগেট খুলে দেওয়ায় মহানন্দায় এ পানি বইছে। আরেকটি গেট খুলে দিলে পানি তীরের সমান হয়ে যেত। এখন বর্ষা শুরু হয়েছে, বর্ষার সময় নদীতে পানি টইটুম্বুর হয়ে থাকে। আমরা মাছ মারতে পারি। এমনিতে সারা বছরই নদীতে মাছ ধরা হয়। তার মধ্যে বর্ষার সময় আমরা নদীতে জাল দিয়ে মাছ ধরি।

তবে মহানন্দায় পানি বেড়ে যাওয়ার কারণে বেকার হয়ে পড়েছে কয়েক হাজার পাথর শ্রমিক। পাথর নির্ভর এসব শ্রমিকদের জীবন কাটছে কষ্টের মধ্য দিয়ে।

মঙ্গলবার সন্ধ্যায় জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায়  বলেন, গত ২৪ ঘণ্টায় জেলা ১৮২.৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এসকে দোয়েল/এমজেইউ