খুলনায় বজ্রপাতে প্রাণ গেল দুইজনের
খুলনায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ জুন) বিকেলে পাইকগাছার ডেউবুনিয়া ও বটিয়াঘাটার খারাবাদ এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন- পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের পতিত মণ্ডলের ছেলে শ্রীকান্ত মণ্ডল (২৫) এবং বটিয়াঘাটা উপজেলার খারাবাদ এলাকার মনি চৌকিদারের ছেলে আল মামুন (১৭)।
বিজ্ঞাপন
পাইকগাছার দেলুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিপন কুমার মণ্ডল বলেন, শ্রীকান্ত মাছের ঘেরের কর্মচারী ছিল। আজ বিকেলে বৃষ্টির সময় ঘেরের একটি ঝুপড়ি ঘরে অবস্থান করছিল। বজ্রপাতে ঘটনাস্থলেই সে মারা যায়। তার মরদেহ বাড়িতে আনা হয়েছে।
বটিয়াঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন কুমার সরকার বলেন, আজ বিকেল ৩টার দিকে বজ্রপাতে আল মামুন নামে একজনের মৃত্যু হয়েছে। তার মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।
বিজ্ঞাপন
স্থানীয়রা জানান, দুপুরে আকাশে মেঘ দেখে আল মামুন কড়িয়ো ভিটা খারাবাদ এলাকার কড়িয়া ভিটায় গরু আনতে যায়। এ সময় বজ্রপাত ও বৃষ্টি শুরু হয়। ফাঁকা বিলে কোনো নিরাপদ স্থান না পেয়ে সে দ্রুত বাড়ি ফিরে আসার সময় বজ্রপাতে মারা যায়।
মোহাম্মদ মিলন/এমজেইউ