নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু
নরসিংদীর চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আহত কাজী ফারুক (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (২০ জুন) রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কাজী ফারুকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ভগ্নিপতি শেখ মোমেন।
নিহত কাজী ফারুক নরসিংদী সদর উপজেলার চরাঞ্চল নজরপুর ইউনিয়নের আলিপুর গ্রামের কাজী খলিলের ছেলে। তিনি বুকে গুলিবিদ্ধ হয়ে আহত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়। আহত হওয়ার প্রায় ৩১ ঘণ্টা পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
বিজ্ঞাপন
এর আগে বুধবার (১৯ জুন) বেলা সাড়ে ১১টায় সদর উপজেলার চরাঞ্চল নজরপুর ইউনিয়নের আলিপুর গ্রামে ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ইসমাইল কোম্পানি ও সাবেক সাংগঠনিক সম্পাদক শাহজাহান মনার গ্রুপের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষে কাজী ফারুকসহ গুলি ও টেঁটাবিদ্ধ হয়ে অন্তত ১০ জন আহত হন। এ ঘটনায় জয় বণিক (৩১) নামে নরসিংদী মডেল থানা পুলিশের একজন উপপরিদর্শকও গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছিলেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
নিহতের ভগ্নিপতি শেখ মোমেন বলেন, বুধবার ইসমাইল কোম্পানির লোকজন শাহজাহান মনার লোকজনের ওপর অস্ত্র, টেটাঁ ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় ইসমাইল কোম্পানির ছেলে ইব্রাহিম খলিল তার হাতে থাকা অবৈধ অস্ত্র দিয়ে কাজী ফারুককে বেশ কয়েকটি গুলি করে। গুলিতে তার বুক ঝাঁজরা হয়ে যায়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দ্রুত ঢাকা নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে আমরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তাকে লাইফ সাপোর্টে রাখেন। লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, আমরা জানতে পেরেছি খুনি ইব্রাহিম খলিল দেশ ছেড়ে পালানোর পাঁয়তারা করছেন। তাই এ অবস্থায় প্রশাসনের কাছে আমাদের জোর দাবি খুনি ইব্রাহিম খলিল কোন অবস্থায় যেন দেশ ছেড়ে পালাতে না পারে। তাকে যত দ্রুত সম্ভব আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শহীদুল ইসলাম সোহাগ বলেন, সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যুর খবর পেয়েছি। তবে এ ঘটনায় কোনো মামলা দায়ের করা হয়নি। এ ব্যাপারে আমরা খোঁজখবর নিচ্ছি।
তন্ময় সাহা/এমজেইউ