কেতাব উদ্দিন ফাউন্ডেশনের আত্মপ্রকাশ
সমাজসেবক ও দাতা মরহুম কেতাব উদ্দিন খানের নামে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাহাদুরপুরে একটি মানবিক ও সমাজসেবামূলক ফাউন্ডেশনের আত্মপ্রকাশ ঘটেছে। আত্মপ্রকাশ অনুষ্ঠান হিসেবে "স্মরণসভা, বৃত্তি প্রদান, স্মরণিকার মোড়ক উন্মোচন এবং কৃতি ও গুণীজন সম্মাননা" গত বুধবার ১৯ জুন তাঁর দানকৃত জমির ওপর গড়ে ওঠা বীর বিক্রম শহীদ খবিরুজ্জামান উচ্চ বিদ্যালয় চত্ত্বরে অনুষ্ঠিত হয়েছে।
এর মাধ্যমে মানুষের কল্যানে শিক্ষার প্রসার ও প্রতিষ্ঠান গড়ার মাধ্যমে যে মশাল সমকালে জ্বেলে গিয়েছিলেন নিরক্ষর কেতাব উদ্দিন, তাকে আরও উজ্জ্বল আর দেদীপ্যমান করার দায়িত্ব নিয়েছে নবগঠিত এই ফাউন্ডেশন।
বিজ্ঞাপন
বিশেষ করে শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে সহায়তা প্রদান এবং পরিবেশ রক্ষায় নতুন নতুন উদ্যোগ ও পরিকল্পনার মাধ্যমে মানুষ ও প্রকৃতির পাশে থেকে সর্বাত্মক কাজ করার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। যার অংশ হিসাবে এ বছর ফাউন্ডেশনটি এর অফিসিয়াল শিক্ষা বৃত্তি হিসাবে "সারেজান নেসা শিক্ষা সহায়তা বৃত্তি" সহ "রহিমা বেগম মাদ্রাসা শিক্ষা বৃত্তি" ও "হাজেরা খাতুন দরিদ্র ও মেধাবী শিক্ষা বৃত্তি" চালু করেছে। যা আগামী বছরগুলোতে অব্যাহত থাকবে।
কেতাব উদ্দিন খান ফাউন্ডেশনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশের সাবেক সফল প্রধান নির্বাচন কমিশনার জনাব মোহাম্মদ আবু হেনা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের সাবেক মহাপরিচালক ড. এম এ মাজেদ। এ ছাড়া সম্মানিত অতিথি হিসাবে ছিলেন সাবেক অতিরিক্ত সচিব মোঃ আব্দুল হামিদ ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মোহাম্মদ আলী।
বিজ্ঞাপন
স্মরণসভা ও আলোচনা পর্বে ছিলেন চাপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ মোঃ ওমর ফারুক, ড. কাজী মোতাহার হোসেন ও আমানত আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নাফ মুন্নু ও ঢাকা বিশ্ববিদ্যালয় তৃতীয় শ্রেণীর কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব মুন্সী আমিরুল ইসলাম। ডাঃ নিষাদ আলমগীরের সঞ্চালনায়, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তা মনজুর এরশাদ খানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
ফাউন্ডেশনকে একটি ধারনার জায়গা হতে বাস্তবে রুপদানের পথ পরিক্রমায় সর্বোতভাবে সমর্থন, সহযোগিতা, উৎসাহ প্রদান করে যাচ্ছেন ফাউন্ডেশনের মান্যবর প্রধান উপদেষ্টা মোঃ আব্দুল মান্নান খান, সম্মানিত সভাপতি প্রফেসর ড. মোঃ নাজিম উদ্দিন, উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য আলাউদ্দিন মন্ডল, শেলিনা সুলতানা ও মোঃ আব্দুস সামাদ খান সহ অপরাপর সদস্যবৃন্দ, কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি শামীম হাসান, বাদশাহ আলমগীর, ডাঃ কে এম আব্দুল্লাহ আল সজল, কোষাধ্যক্ষ জেসমিন আক্তার, যুগ্ম সম্পাদক মোঃ ফজলুল হক ও সাংগঠনিক সম্পাদক ইঞ্জিঃ আল আমিন খান সহ কার্য নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ, স্ট্যান্ডিং কমিটির সম্মানিত চেয়ারম্যান মোঃ মতিয়র রহমান, অন্যতম সদস্য মোহাম্মদ আনিসুর রহমান, মুক্তার হোসেন, মোঃ জসিম উদ্দিন, মনজুর মোরশেদ খান, মোঃ নজরুল ইসলাম, নুর আলম জিকু, ডাঃ মনজুর শোয়েব খান, মৌসুমি খান, সোনিয়া খাতুন, মোঃ আজিম উদ্দিন ও ইঞ্জিঃ শাকিল আল সুমন প্রমুখ।