আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী
শিশুদের রং-তুলিতে ফুটে উঠল বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের প্রতিচ্ছবি
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শিশু-কিশোরদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে রংপুর জেলা আওয়ামী লীগ।
রোববার (২৩ জুন) বেলা ১১টায় রংপুর মহানগরীর বেতপট্টিস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় শতাধিক শিশু শিক্ষার্থী অংশগ্রহণ করে।
বিজ্ঞাপন
‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শিরোনামে এক ঘণ্টার এই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ছোট্ট শিশু-কিশোররা রং-তুলির আঁচড়ে ফুটিয়ে তুলেছে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার নানা বীরত্বগাঁথা ইতিহাসের প্রতিচ্ছবি। শিশু-কিশোরদের রং আর তুলির সমন্বয়ে হাতের নিখুঁত ছোঁয়ায় মুহূর্তেই ফুটে উঠে এসব চিত্রকর্ম।
বিজ্ঞাপন
নগরীর শিশু অঙ্গনে প্রথম শ্রেণিতে পড়ুয়া মারিয়া জাহান তার হাতের ছোঁয়ায় এঁকেছে নৌকাসহ বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রতীক। অপর আরেক প্রতিযোগী জুথি ফুটিয়ে তুলেছে স্বাধীনতার স্মৃতিস্তম্ভ ও বঙ্গবন্ধুর ছবি। এমন আয়োজনে অংশগ্রহণ করা শিশু-কিশোররা বেশ খুশি।
রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মাজেদ আলী বাবুল ঢাকা পোস্টকে বলেন, নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সারা দেশের ন্যায় আমরা রংপুরেও আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছি। দিনব্যাপী এই আয়োজনের মধ্যে সকাল সাড়ে ৭টায় দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেছি। বেলা ১১টায় শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
চিত্রাঙ্গন প্রতিযোগিতা সম্পর্কে মাজেদ আলী বাবুল আরও বলেন, এই আয়োজনে ছোট্ট ছোট্ট সোনামণিদের হাতের নিখুঁত ছোঁয়ায় বঙ্গবন্ধু স্বাধীনতার স্মৃতিস্তম্ভ এবং মুক্তিযুদ্ধের নানা প্রতিচ্ছবি ফুটে উঠছে। তাদের অঙ্কনকৃত এসব ছবি দেখে সত্যিই নিজেকে গর্বিত মনে হচ্ছে যে আমরা বাঙালি। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস এরা চিত্রাঙ্কন, পড়াশুনাসহ নানাভাবে রপ্ত করছে। তাই আগামী দিনের ভবিষ্যৎ এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে এই নবীন শিশুরা অগ্রণী ভূমিকা রাখবে বলে আশাবাদী তিনি।
উল্লেখ্য, বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রংপুর জেলা আওয়ামী লীগ বিকেল ৩টায় অসহায়, এতিম দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করে। বিকেল সাড়ে ৪টায় আনন্দ শোভাযাত্রা ও বিকেল ৫টায় জাতির পিতার ম্যুরালে শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভা এবং সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী রয়েছে।
ফরহাদুজ্জামান ফারুক/এমজেইউ