পাবনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু, চালক আটক
পাবনা সদর উপজেলার হেমায়েতপুরে বেপরোয়া গতির একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জীম নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘাতক ট্রাক ও চালককে আটক করেছে পুলিশ।
গতকাল সন্ধ্যার দিকে উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের কাশিপুর বটতলার খা পাড়ার মসজিদের সামনে এ ঘটনা ঘটে। নিহত জিম পাবনা পৌরসভার বাদুরপুর এলাকার মো. ইসলামের ছেলে।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সন্ধ্যায় মাঠ থেকে বাসায় ফিরছিল জিম। এ সময় একটি বেপরোয়া গতির ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় সে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, ‘ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ট্রাক ও তার চালককে আটক করা হয়েছে। পরিবার অভিযোগ দিলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
রাকিব হাসনাত/এনএফ